বুড়ি
এ-বুড়ি আমার
দিদিমার বয়সী
চুল পেকে
গেছে, কয়েকটা দাঁত
নেই, দিদিমার মতন শুয়ে থাকে
কবে শেষ হয়ে
গেছে পুজো-পাঁজি
ক্যালেণ্ডারে
ছবি-আঁকা তিথি
দিদিমার মতো
এরও প্রতিরাতে
ঘুম পায়
কিন্তু আসে না, স্বপ্নে
কাদের সঙ্গে
কথা বলে, হাসে
চোখে ছানি
তবু ইলিশের কাঁটা
বেছে
ঘণ্টাখানেক মজে খায়
দিদিমার মতো, বলেছে মরবে
যখন, চুড়ি নাকছাবি খুলে নিয়ে
তারপর
আলতা-সিঁদুর দিয়ে
পাঠাতে
ইনসিনেটরে, এই বুড়ি
চল্লিশ বছর
হল সিঁদুর পরে না
পঞ্চাশ বছর
হল শাঁখাও পরেনি
দামি-দামি
শাড়ি বিলিয়ে দিয়েছে
দিদিমা যেমন
তপ্ত ইশারায়
দাদুকে টেনে
নিয়ে যেতো রোজ
এও আমাকে বলে
এবার ঘুমোও
আর রাত জাগা
স্বাস্হ্যের পক্ষে
খারাপ, এই বুড়ি যে আমার বউ
বিছানায় শুয়ে
বলে কাউকে নয়
কাউকে দিও না
খবর কারুক্কে নয়-
এ-কথাটা
আমারই, কাউকে নয়
কারুক্কে বোলো না মরে গেছি
(চিত্রঋণ : পাবলো পিকাসো)
অসাধারণ,,,,,,
ReplyDeleteএটা এজটা অসাধারণ কবিতা । চিরকালীন।
ReplyDeleteদুরন্ত
ReplyDeleteDadur sbikarokti
ReplyDeleteমুগ্ধ!
ReplyDeleteদারুণ।
ReplyDeleteশেষের লাইন দু'টি হৃদয় স্পর্শ করে গেলো...
ReplyDeleteউপস্থাপনার সৈান্দর্যে ব্যতিক্রমী । বিষয় তাই মুগ্ধতা দিল । লম্বা বাঁচুন কবি ।
ReplyDeleteআরাম পেলাম|
ReplyDeleteএই বুড়ি যে আমার বউ
ReplyDeleteবিছানায় শুয়ে বলে কাউকে নয়
কাউকে দিও না খবর কারুক্কে নয়-
এ-কথাটা আমারই, কাউকে নয়
কারুক্কে বোলো না মরে গেছি
একটু চুপ করে থাকি । বুকে ভাইব্রেশন হচ্ছে
শিখলাম
ReplyDeleteদারুণ দাদা
ReplyDeleteখুব খুব ভাল।
ReplyDeleteচিরন্তন।
ReplyDeleteআগামীতে পাঠ্যবইয়ে যাবে
ReplyDeleteদারুণ দারুণ লেখা
ReplyDeleteদারুন ভালো লাগলো
ReplyDeleteবেশ লাগল।
ReplyDeleteখুব ভাল লাগল
ReplyDeleteআহা
ReplyDeleteব্যাপক
ReplyDeletespeechless
ReplyDeleteAdvut....asadharon...ilisher katar mato...dhire susthe beche rekhe debo mone
ReplyDeleteওফস @ sougata Bali
ReplyDelete