না লেখা ডাইরি থেকে
১
সম্ভ্রান্ত বাড়ির বিয়েতে
কলকাতা থেকে ঘোড়া নিয়ে
আসা হয়েছে। দরজায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের
পরী বাজি বাদ্যি নহবৎ
আসা হয়েছে। দরজায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের
পরী বাজি বাদ্যি নহবৎ
সম্ভ্রান্ত বাড়ির ছেলেটা বরবেশে
উড়ে যাচ্ছে গলির মোড়ে
উড়ে যাচ্ছে গলির মোড়ে
প্রথম প্রেমের কয়েকটা রোশনাই
দুচোখে দপদপ জ্বলছে এখনো
দুচোখে দপদপ জ্বলছে এখনো
২
কড়াইশুঁটিতে ঢ্যামনা ঈশ্বর ঢুকে আছে
গৃহস্থ খেয়াল করে না গোপন ক্ষরণ।
দিব্যসুখে লাটিম ঘুরিয়ে সুতোর উল্লাস
অথচ সূচের ফুটো দিয়ে গলে গেছে দেহ
অলৌকিক উন্মাদনা
গৃহস্থ খেয়াল করে না গোপন ক্ষরণ।
দিব্যসুখে লাটিম ঘুরিয়ে সুতোর উল্লাস
অথচ সূচের ফুটো দিয়ে গলে গেছে দেহ
অলৌকিক উন্মাদনা
আপেল গাছটা নিষিদ্ধ ছিল
ওকালেও বোঝেনি মানুষ!
ওকালেও বোঝেনি মানুষ!
ততটা মন কাড়েনি
ReplyDeleteচমৎকার ।
ReplyDeleteধন্যবাদ দাদা
ReplyDeleteধন্যবাদ, চেষ্টা জারি থাকবে...
ReplyDelete