অঙ্কের ভুলগুলো-২
আমি লিখেছিলাম,
চাকা কি শুধু বিনয় শেখায়!
কি আশ্চর্য, এখন ভাবলে
শিউরে উঠি
কলতলার কোনও শব্দ
বা সামান্য চুল কাটারও
আমায় বিরক্ত করে এখন
এইমাত্র মনে হল
একটি তলে কল্পনা করলে
পৃথিবী তো বৃত্তই
তাকে চাকা ভাবা যায় তো
চাকা কি শুধু বিনয় শেখায়!
কি আশ্চর্য, এখন ভাবলে
শিউরে উঠি
কলতলার কোনও শব্দ
বা সামান্য চুল কাটারও
আমায় বিরক্ত করে এখন
এইমাত্র মনে হল
একটি তলে কল্পনা করলে
পৃথিবী তো বৃত্তই
তাকে চাকা ভাবা যায় তো
টেবিলের ওপর প্লেট
তারওপর কাপ
তার ভিতরে চা ও
তারওওপর ধোঁয়া
তারওপর কাপ
তার ভিতরে চা ও
তারওওপর ধোঁয়া
পৃথিবী থেকে
না না ভারত থেকে
বেরিয়ে যাচ্ছে লীনতাপ
না না ভারত থেকে
বেরিয়ে যাচ্ছে লীনতাপ
দিস্তে খাতার এই সুবিধে
প্রথম বলে কিছু হয় না
আমাদের মত
মানুষ উৎপত্তি হবার অনেক পর
আমরা জন্মেছি
আবার মরে যাব
মানুষ ধ্বংস হবার অনেক আগেই
মাঝে শুধু নামের নীচে
আগুন জ্বালিয়ে পোড়ানো
বা একটা দেয়াল তোলা
অথবা অঙ্কের ভুলগুলো শোধরানো
অনেকক্ষন চেয়ে থাকলে
হৃদপিন্ড পর্যন্ত এভাবেই দেখা যায়
প্রথম বলে কিছু হয় না
আমাদের মত
মানুষ উৎপত্তি হবার অনেক পর
আমরা জন্মেছি
আবার মরে যাব
মানুষ ধ্বংস হবার অনেক আগেই
মাঝে শুধু নামের নীচে
আগুন জ্বালিয়ে পোড়ানো
বা একটা দেয়াল তোলা
অথবা অঙ্কের ভুলগুলো শোধরানো
অনেকক্ষন চেয়ে থাকলে
হৃদপিন্ড পর্যন্ত এভাবেই দেখা যায়
কোথা থেকে এলো
এরকম মাঝে মাঝে মনে হয়
বিষয়টা পরে আসে
যেমন বাবা কাকার জন্মের
অনেকদিন পর
জমি জায়গা ভাগ হয়
এরকম মাঝে মাঝে মনে হয়
বিষয়টা পরে আসে
যেমন বাবা কাকার জন্মের
অনেকদিন পর
জমি জায়গা ভাগ হয়
ছবি তুলতে হয়
মাঝে মাঝেই
যাবার সময় চুল উসকো-খুসকো
করে যাই
যাতে রাস্তার ধুলোগুলো
বেরিয়ে যাবার পথ পায়
আমার পকেটে চিরুনি
থাকেনা তো
মাঝে মাঝেই
যাবার সময় চুল উসকো-খুসকো
করে যাই
যাতে রাস্তার ধুলোগুলো
বেরিয়ে যাবার পথ পায়
আমার পকেটে চিরুনি
থাকেনা তো
পর খাবার বিড়ি
উল্টে পড়ি
রাস্তা সোজা কখনও বাঁকা
প্রত্যেক প্রকল্পে
অনেকগুলো ইউনিট থাকে
(চিত্রঋণ : এডওয়ার্ড হপার)
Dairy milk silk
ReplyDeleteDairy milk silk
ReplyDeleteখুব সুন্দর রাণা। ভালোবাসা জানাই।
ReplyDeleteকোথা থেকে এলো,,,,,,,, বেশ।বেশ।
ReplyDelete