১.
এইসব র-শব্দ কতোটা নিয়ে যাবে?
কতোটা নিতে পারে রুদেল ফিদামন?
কতোটা নিতে পারে রুদেল ফিদামন?
না হোক। তবু তো লিখি মর্কটদের মা' ভাষা
আর দিনযাপনে.. তেল, নুন, বিফলবিবাহের চিৎকারপটিয়স!
মারকাটারি ফেনোমেনাফুল!
আর দিনযাপনে.. তেল, নুন, বিফলবিবাহের চিৎকারপটিয়স!
মারকাটারি ফেনোমেনাফুল!
মনে হয় বাংলা ভাষায় কথা বলছি
ভয় হয়। সত্যি সত্যি
জঙ্গল থাকবে না
এতো সাহস হলো কাদের
আমার থেকেও ছোট হবার
আমার থেকেও ছোট হবার
নীচু সব প্রদেশে যাবার সিঁড়ির আবিষ্কর্তাদের
গান শুনি। চলো।
২.
দুপাশেই ব্রহ্ম দুপাশে
চাতাল
এই রীত গড়ে ওঠা দু'ধারা শরীর
পকপকে ডাঁশা
এই রীত গড়ে ওঠা দু'ধারা শরীর
পকপকে ডাঁশা
ঐ সোনাঝুরি পেরিয়ে যে চুপিচুপি মাঠ
কতো অভিজ্ঞান হারিয়েছি
দ্বিপাক্ষিক টম্বুর পেরিয়ে
কতো অভিজ্ঞান হারিয়েছি
দ্বিপাক্ষিক টম্বুর পেরিয়ে
এই যে চলাটি
ছ্যাতাপড়া নিনড় মাচাটি থেকে
ছ্যাতাপড়া নিনড় মাচাটি থেকে
অভি 'মা'
কুড়োচ্ছে
দূর্বা 'না' কুড়োচ্ছে
দূর্বা 'না' কুড়োচ্ছে
এরকম....
৩.
এরকম হ্যালাফ্যালা কাগজ
সতেজ ফুটে থাকে
সতেজ ফুটে থাকে
যে দূর-মানুষের
ভিড় প্রতিদিন ঘেষে আছে
অনিচ্ছুক ব্যায়ামগুলি
ঐ কাগজের পাশে নিঝুম ডায়াস মাড়িয়ে হাঁটো আর
কিভাবে যে অরিগ্যামি হও
অনিচ্ছুক ব্যায়ামগুলি
ঐ কাগজের পাশে নিঝুম ডায়াস মাড়িয়ে হাঁটো আর
কিভাবে যে অরিগ্যামি হও
চটুলতা মুড়ে রাখা
নিপাট মজলিশে
এই শুধু
ক্যাঁচালের ব্লেডে এত ধার!
এই শুধু
ক্যাঁচালের ব্লেডে এত ধার!
ব্রহ্ম বিস্ফোরণ টের পেয়ে স্থানুর
দুপায়ে মৌলটি জড়ানো
অথচ এই গ্যামিট্যামি বেশ ভালো
তরল দুহাত ভরে ওঠে জলে
দুপায়ে মৌলটি জড়ানো
অথচ এই গ্যামিট্যামি বেশ ভালো
তরল দুহাত ভরে ওঠে জলে
ফড়িং ডানানোর
স্বনন্ শ্বণন..
৪.
বেবাক হয়ে আছি
চাঁদছাতিমের মোড়ে না রে
হৃদ্ফুল ফুটেছে
কাহার বা আসে যায় কাহারবায়
হৃদ্ফুল ফুটেছে
কাহার বা আসে যায় কাহারবায়
জোনাকির কাছে গান শিখি
ফুলের কাছে মদ
ফুলের কাছে মদ
চিত্তরঞ্জনের ঘরে সেদিন দেখা হলো
অমিতাভ বচ্চনের সাথে
অমিতাভ বচ্চনের সাথে
আহা বচ্চনজি! জয়াদি
কেমন আছে গো
আমাদের পাপু, মলয়, সুনীল, শক্তি, সিপাইদা
আর এই টমটমটির গালে যারা হাত রেখেছিল
আমাদের পাপু, মলয়, সুনীল, শক্তি, সিপাইদা
আর এই টমটমটির গালে যারা হাত রেখেছিল
এখনও হল্ট-মল্টানো হাঁড়িয়া হয় তোমাদের পাড়ায়?
(চিত্রঋণ : এডওয়ার্ড হপার)
ততটা মন কাড়েনি,,,,,, কবিতা,,,,,,
ReplyDelete