কাত্থ-২
হৃদি-কেয়ারি আলো
দু'পাশে দীর্ঘ শালবন
মাত্রা দিচ্ছি
মৃত্তিকাকে মর্মবৎসল
মর্ম আমার
সীবন ঋতু তন্তুময়ী জ্বর
প্রতি অঙ্গ
ভাসাই লো রে অনিদ্রাতরল
তরলগুলি ত্রাণ করো হে
প্রাণ করো অক্ষর
দত্তকে কেউ দৈব রাখে
আমি রাখছি 'মর'
দু'পাশে দীর্ঘ শালবন
মাত্রা দিচ্ছি
মৃত্তিকাকে মর্মবৎসল
মর্ম আমার
সীবন ঋতু তন্তুময়ী জ্বর
প্রতি অঙ্গ
ভাসাই লো রে অনিদ্রাতরল
তরলগুলি ত্রাণ করো হে
প্রাণ করো অক্ষর
দত্তকে কেউ দৈব রাখে
আমি রাখছি 'মর'
কাত্থ-৩
হৃদি-কেয়ারি আলো
দু'পাশে দীর্ঘ শালবন
আর মরচেতনার পাশে
এই পানশালা
এখানে টম্বুর হয়
রক্ত ও তিতাসে
দিনযাপনের ভেষজ- আমিষে
যে অক্ষ ঘূর্ণমান
যে অক্ষ সংজ্ঞা-মূর্ছিত
তার বসন খুলে খুলে
সারি দিচ্ছি দু'চার কথা
তরলতন্তুমন!
হৃদি-কেয়ারি আলো
দু'পাশে দীর্ঘ শালবন
দু'পাশে দীর্ঘ শালবন
আর মরচেতনার পাশে
এই পানশালা
এখানে টম্বুর হয়
রক্ত ও তিতাসে
দিনযাপনের ভেষজ- আমিষে
যে অক্ষ ঘূর্ণমান
যে অক্ষ সংজ্ঞা-মূর্ছিত
তার বসন খুলে খুলে
সারি দিচ্ছি দু'চার কথা
তরলতন্তুমন!
হৃদি-কেয়ারি আলো
দু'পাশে দীর্ঘ শালবন
(চিত্রঋণ : মন্ড্রিয়ান)
No comments:
Post a Comment