বাক্‌ ১০৮ : জ্যোতির্ময় বিশ্বাস



অশ্রুভাবনাগুলি

 |

যা বাঁচি তা আর লিখতে পারি কই

যে দিনগুলি গেলো আলোয় আলোয়
তার অপরদিক এখন মেরামত করি

তুমি এখন নিবিষ্ট কিসে হও, জানিনা


|

যা বাঁচি তা আর লিখতে

যে দিনগুলো গেলো আলোয় আলোয়
তার অপরদিকে বহু ভুল

তুমি, হিসেবে কি পারলে মেলাতে?


|

যা বাঁচি তা

যে দিনগুলো গেলো
তার অপরদিকে এখন বাড়ি

তুমি, তোমাকে ওপরে রেখে নীচে ফুরিয়ে যাই


|

যা

যে দিন
অপরদিকে দেখা হবে

তুমি তুমি লিখে চুপ হয়ে আছি


|


দিন
অপরদিকে


একটা লাল গোলাপফুল।।


                                                (ছবি : অনুপম মুখোপাধ্যায়)

6 comments:

  1. চিত্রটি চমৎকার

    ReplyDelete
  2. চিত্রটি চমৎকার

    ReplyDelete
  3. সেই ভালোলাগা কবিতাটি। শুভেচ্ছা ভাই।

    ReplyDelete
  4. Style টা বেশ ।

    যে দিনগুলি গেলো আলোয় আলোয়
    তার অপরদিক এখন মেরামত করি

    ReplyDelete