বাক্‌ ১০৮ : রঙ্গন রায়



বেনামী কবিতা

.
রাস্তার বুক কেউ ওভাবে মাড়িয়ে যায়?
কষ্ট হয় না? অর্থাৎ প্রেমিকার সুন্দরী বুকে
কেউ ঝুলিয়ে রেখেছে বৃষ্টি
অত উঁচু থেকে পড়বে বলে শীল
এবছর হয়তো আর পড়লোই না
শীলা কি জওয়ানী দেখা তখন
মার্চ মাসের অপর নাম।
হয়তো এইভাবে ভাবতে ভাবতে
জানালা খুলে চৈত্র আসবে
কালবোশেখী কে দাঁড় করিয়ে রাখবে
                                                  রাস্তায়
অত:পর কলিংবেল


.
সস্প্যানে চায়ের সাথে গন্ধ ছড়াচ্ছে সকাল
একাএকা দাঁড়িয়ে আছে কবিগুরু
এক্সপ্রেস করার কোনো উপায় পাচ্ছে না;
উত্তরপ্রদেশের মেয়েরা নতুন শাড়িতে
জড়িয়ে নিচ্ছে কাশ্মীরি কোয়াশার শাল ,
দুধের সরের মতো ঘুম জড়িয়ে উঠে বসছি
রিজার্ভেশন বার্থে - জানালার ফাঁক দিয়ে
পিছলে পড়ছে চোখএটা কোন স্টেশন?

এখন যেহেতু সকাল তাই ব্রাশের সাথে মারামারি
দেখছে দাঁত -  বেসিন দখলে লড়াইরত ভারতবর্ষ


                                                        (চিত্রঋণ : প্রদোষ পাল)

17 comments:

  1. ভালো রে! প্রথমটা বেশ।

    ReplyDelete
  2. রাস্তার বুক কেউ ওভাবে মাড়িয়ে যায়?
    কষ্ট হয় না?

    ভালো লেগেছে

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ বিপ্লব রায়।

      Delete
  3. tumi asol kichu kichu kotha,,,, bolte parcho bhai...etai bhalo lagche..... tomar moto korei bolcho,,,setao bhalo dik kobita hoye othar.....

    ReplyDelete
  4. আমার তো ভালোই লাগলো ভাই

    ReplyDelete
  5. Replies
    1. ধন্যযুক্ত প্রীতম বাবু

      Delete