ঝড়
প্রথম ছুঁয়েছিল গাছের শরীর
গাছ
নদী হতে চেয়েছিল।
ফুটে
থাকা ফুলগুলোকে অবহেলায়
ছড়িয়ে
দিয়েছিল মাটির আলিঙ্গনে।
আলোর
সীমানা পার হওয়ার পর
যতটুকু
রোদ্দুর মেখেছিল পাতা
তার
সবটাই শুষে নিয়েছিল ঝড়।
ঝড়
থামল
গাছের
আর সালোকসংশ্লেষের ইচ্ছা হল না।
একমাত্র
কামনা বলতে রয়ে গেল
ঝড়।
(চিত্রঋণ : পাবলো পিকাসো)
খুব ভালো লাগল শম্পা।
ReplyDeleteধন্যবাদ। ভালো লাগা।
Deleteঅনেক ভালোর নানান টান,,,,,,
ReplyDeleteধন্যবাদ।
Deleteভালো লাগলো অনেক।শুভকামনা~
ReplyDeleteভালোলাগা।
Deleteভালো লাগলো অনেক।শুভকামনা~
ReplyDeleteকামনা, ...একমাত্র ঝড় ...দারুণ
ReplyDeleteধন্যবাদ শান্তনু দা।
Deleteএকদম। কামনা বদলে গেল। শিল্প। লাগল।
ReplyDeleteভালোবাসা নিও।
Deleteআবহাওয়া বদলে যাচ্ছে কবিতার...
ReplyDeleteভৌগোলিক!!
Deleteঝড় প্রথম ছুঁয়েছিল গাছের শরীর
ReplyDeleteআমার কি মনে হয় জানেন -----
ঝড় প্রথম ছুঁয়েছিলো বাতাসের শরীর
আপনার মনে হওয়া ঠিক,কিন্তু এই কবিতাটিতে,গাছ প্রথমবার ঝড়ের স্পর্শে আসার পর তার অনুভূতি তুলে ধরেছে।
Delete