কাঁটাবন
এখন মধ্যরাতে ঘুম ভেঙে গেলে
মনে হয় কাঁটাবন অনেক দূর
ফরসা হয়ে উঠা সম্পর্কের ধারণায়
নেচে ওঠে
ব্লেডভরতি নদী
মনের মধ্যে ঘুমিয়ে থাকে পাখোয়াজ
ভাল লাগে
ড্রিল মেশিনের শব্দ
হয়তো অন্য কোথাও
পুরনো রুমালে
চুপ করে আছে সন্ধ্যার জেব্রাক্রসিং
আগন্তুক
আগন্তুক নই, দনোমনো
প্রতীতির অন্তরালে কুকড়া চুলের ঢেউ।
বাঁকা সিঁথি।
ভাল লাগে পতঙ্গ উচ্ছ্বাস,
পালকের নিচে
ঘুমিয়ে পড়া কালো সোহাগ।
পালকের নিচে
ঘুমিয়ে পড়া কালো সোহাগ।
তবু মুছে যায়
স্নিগ্ধ ডালিমে জলের দাগ।
স্নিগ্ধ ডালিমে জলের দাগ।
ফুটে ওঠে মনে ভোরের বাহার।
জল পড়ার শব্দ থেমে গেছে
তারই তড়িৎ তরঙ্গে
মুছে গেছে আমার শয়নভঙ্গি
মুখোশভরতি দ্বিধার তলদেশ
তারই তড়িৎ তরঙ্গে
মুছে গেছে আমার শয়নভঙ্গি
মুখোশভরতি দ্বিধার তলদেশ
অন্য কেউ এখন ওখানেই
মেলে দিয়েছে হয়তো স্পর্শের ডানা
ভেজাকাঠের অন্তরে
মনে হয় জেগে উঠেছে
অসংখ্য ডুবো পাহাড়ের চূড়া
মেলে দিয়েছে হয়তো স্পর্শের ডানা
ভেজাকাঠের অন্তরে
মনে হয় জেগে উঠেছে
অসংখ্য ডুবো পাহাড়ের চূড়া
(চিত্রঋণ : অমৃতা শের-গিল)
আহা ! ভালো লাগা জানালাম কবি।
ReplyDeleteআমি টেরই পাইনি এতদিন! ধন্যবাদ যুগান্তর মিত্র।
Deleteএকি আমাদের চিত্রকর মুক্তিদা...
ReplyDeleteনা। আমি ঢাকায় থাকি।
Deleteসুন্দর
ReplyDelete