বাক্‌ ১০৮ : হাসিবুল আলম




নাম নাই- *

অভ্যাসবশত মানুষের জন্ম। সেইপ্রকারেই সে চুমু খায়, তার হাত বাঁকা হয়, শেখে ড্রোনের ব্যবহার, শাদা পায়রা পোষা ছেড়ে দিয়ে তারপর তারা মানুষ পোষা শুরু করে, মানুষের ভেতরে পোষে ধর্ম, জিরাফ আর গণিত। এভাবেই আমার মা আমার বাবাকে কাঁচাবাজার ব্যাপারে পারদর্শী করেছিলেন। এবং রচিত হয়েছিল আমাদের অনেক অনেক চরিত্র। এখনো চলছে সেসব...


নাম নাই- *

সর্বোচ্চ মনখারাপের পর এমন আকস্মিক সন্ধ্যা- মাথা নীচু করে চুপচাপ হাঁটা, পরিচিত সামাজিক বিজ্ঞানে মুচকি বোঝাপড়া, পকেটে প্লাস্টিকের দোকান, কাঁচাবাজার, পুই-পালং, টাটকা-টাটকা মানুষ। নিয়মিত আকাশে টুকটাক মেঘ, হর্ন-হুইসেল, কুয়াশাকাতর, ব্যস্ততাবিষয়ক ক্রোড়পত্র। ত্রিশওয়াটের বাল্বের নীচে- যথারীতি খাপ খাইয়ে নেয়া তোমাকে ছাড়া


                                                                        (চিত্রঋণ : István Csók)

6 comments:

  1. ভালো লেগেছে,,,,

    ReplyDelete
  2. মানুষের ভেতরে পোষে ধর্ম , জিরাফ আর গণিত
    দারুন

    ReplyDelete
  3. দুটিই ভাল লাগলো। তবে নাম নাই-১* অসাধারণ।

    ReplyDelete
  4. ভাল‌ো লাগল।

    ReplyDelete
  5. প্রথম লেখাটিতে আমার মুগ্ধতা লেগে রইল

    ReplyDelete